ঢাকা ২২ নভেম্বর ২০২৪, ৭ অগ্রহায়ণ ১৪৩১ | বেটা ভার্সন

চৌদ্দগ্রামে অগ্নিকাণ্ডে ২০ লাখ টাকার ক্ষতি

চৌদ্দগ্রামে অগ্নিকাণ্ডে ২০ লাখ টাকার ক্ষতি

কুমিল্লার চৌদ্দগ্রামে ভয়াবহ অগ্নিকাণ্ডে বসতঘর পুড়ে ২০ লাখের বেশি টাকার ক্ষতি হয়েছে। উপজেলার বাতিসা ইউনিয়নের চাঁন্দকরা উত্তর পাড়া মুন্সিবাড়িতে এ ঘটনা ঘটে।

রোববার সরেজমিন পরিদর্শনকালে সংরক্ষিত মহিলা ইউপি সদস্য নাসরিন সুলতানা তথ্যটি নিশ্চিত করেছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, চাঁন্দকরা গ্রামের মুন্সিবাড়ির প্রবাসী শাহিন উদ্দিনের সেমি পাকা বসতঘরে শুক্রবার ভোর ৬টায় আগুনের সূত্রপাত ঘটে। মুহুর্তের মধ্যে আগুনের লেলিহান শিখায় বসতঘর পুড়ে ছাই হয়ে যায়। এতে ঘরে থাকা নগদ টাকা, আলমারি, টিভি, ফ্রিজসহ ২০ লক্ষাধিক টাকা মূল্যের প্রয়োজনীয় আসবাবপত্র পুড়ে যায়। খবর পেয়ে চৌদ্দগ্রাম ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে পাশের ঘরগুলোকে রক্ষা করে।

ভুুক্তভোগী প্রবাসী শাহিন উদ্দিন বলেন, ‘একই ঘরে আমরা দুই ভাইয়ের পরিবার বসবাস করতো। শুক্রবার ভোরে আগুন লেগে দুই পরিবারের সব মালামালসহ ঘর পুড়ে যায়। এতে আনুমানিক ২০ লাখ টাকার বেশি ক্ষতি হয়েছে। আমি বাড়ির বাইরে থাকায় আগুন কিভাবে লেগেছে তা বলতে পারছি না’।

একই বাড়ির বাসিন্দা ও সংরক্ষিত মহিলা ইউপি সদস্য নাসরিন সুলতানা বলেন, ‘ভোর রাতে আমরা সেহেরী খেয়ে ঘুমিয়ে পড়ি। পাশের বাড়ির একজন ডাকাডাকি করলে আমরা জানতে পারি আমার দেবরের ঘরে আগুন লেগে পুড়ে ঘর ছাই হয়েছে। তবে কিভাবে আগুন লেগেছে বলতে পারছি না’।

চৌদ্দগ্রাম ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের ইনচার্জ মাজেদুল ইসলাম বলেন, ‘আমরা খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌছে আগুন নিয়ন্ত্রণে এনে পাশের ঘরগুলোকে রক্ষা করি’।

চৌদ্দগ্রাম,অগ্নিকাণ্ড
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত